
শেখ মনিরুজ্জামান মনু ::
সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশন ও টহল ফাঁড়ির স্টাফরা বিশেষ অভিযান চালিয়ে ৪ শ’ কেজি বিশ দিয়ে মারা অবৈধ চিংড়ি মাছ সহ ৩ টি নৌকা, হরিণ ধরার সরঞ্জাম ও ফাঁদ সহ বরফ উদ্ধার করেছে। জানা গেছে, শনিবার রাত সাড়ে ১২ টার দিকে কাশিয়বাদ স্টেশন কর্মকর্তারা অভিযান চালিয়ে কুলুখালীর ভারানী এলাকা থেকে ২ শ ৭০ কেজি বিষ প্রয়োগ করা চিংড়ি মাছ সহ ১ টি নৌকা আটক করে। এ ছাড়া খুলনা াগামী যাত্রিবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৬০ কেজি অপদ্রব্য মিশ্রিত চিংড়ি মাছ আটক করে। অন্যদিকে বজবজ বন টহল ফাঁড়ির স্টাফরা অভিযান চালিয়ে একই দিন রাত ১২ টার দিকে খড়কুড়ি নদীতে অভিযান চালিয়ে হরিণ ধরার ফাদ, ৪ টি চাকু বরফ. হরিণ ধরার অন্যান্য সরঞ্জামাদী সহ ১ টি নৌকা আটক করে। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে হরিণ শিকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ছাড়া রাত ১ টার দিকে খাশিটানা বন টহল ফাঁড়ির স্টাফরা অভিযান চালিয়ে ১ টি নৌকা ও ৮৫ কেজি অবৈধ চিংড়ি আটক করা হয়েছে। আটককৃত সকল চিংড়ি মাছ বিজ্ঞ কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতের নির্দেশক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।