
শেখ মনিরুজ্জামান মনু ::
কয়রা উপজেলা মহেশ্বরীপুর ইউনিয়নের নয়ানী গ্রামের নিতাই মন্ডলের পুত্র প্রসাদ মন্ডল (৩৮) ও সুপ্রভাত মন্ডল (৩৫) এর ২টি বতস ঘর ও ২টি রান্না ঘর আগুনে পুড়ে ভষ্মিভুত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিনগত রাত আনুঃ ৩টায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা কেউ জানাতে পারেনি। এ ব্যাপারে প্রসাদের ছোট কাকা সাবেক ইউপি সদস্য দূর্গাপদ মন্ডল জানান, আমার ভাতিজাদ্বয়ের ঘরে আগুন লেগে ৪টি ঘরসহ ঘরে থাকা সকল আসবাব পত্র ও অন্যান্য মালামালসহ কয়েক লক্ষ টাকার সম্পদ আগুনে পুড়ে গেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা জানা যায়নি। মহেশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান বিজয় কুমার সরদার জানান- ৪টি ঘরে আগুণ লেগে তাদের সংসারের মালামাল পুড়ে অপূরনীয় ক্ষতি হয়েছে। তাদের পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই।
##
কয়রা উপজেলা ছাত্রযুব ঐক্য পরিষদের সভাপতির ভাইয়ের মৃত্যুতে
উপজেলা ছাত্রযুব ঐক্য পরিষদের শোক প্রকাশ
শেখ মনিরুজ্জামান মনু ::
বাংলাদেশ ছাত্রযুব ঐক্য পরিষদ, কয়রা উপজেলা শাখার সভাপতি অরবিন্দ কুমার ম-লের ছোট ভাই অনুপম ম-ল (২৬) গত ২১মার্চ সন্ধ্যা ৬টায় ক্যান্সার জনিত কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি মানব কল্যাণ ইউনিটে কোষাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি ৪বছরের এক পুত্র সন্তান, স্ত্রী, মা, ৫ভাই ও অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তÍপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ছাত্রযুব ঐক্য পরিষদ, কয়রা উপজেলা শাখার নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, সংগঠনের সিনিয়র সহসভাপতি মণি রায়, সহসভাপতি কার্তিক কুমার বিবেক, অভিজিৎ মহলদার, লক্ষণ সরদার, এ্যাডঃ বঙ্কিম রায়, সাধারন সম্পাদক পলাশ রায়, সিনিঃ যুগ্মসম্পাদক নিমাই ম-ল, সজল পালিত, সুধাংশু শেখর, ব্রজেন্দ্র নাথ গাইন, অধ্যাপক ত্রিনাথ মজুমদার,সুজয় মিস্ত্রী, মুকুল বিশ্বাস, নিতিশ সরকার, গৌরপদ মিস্ত্রী, সঞ্জিত মু-া, অশোক ম-ল, ইন্দ্রজিৎ বর্মণ, পবিত্র বাহাদূর, বিমল সরদার, মোহিত বৈদ্য প্রমুখ।
##