
স্টাফ রিপোর্টার ঃ
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এস এম শাহানেওয়াজ ডালিমের পথসভা করেছেন। শনিবার বিকেলে পারিশামারী পি এন এফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সভার আয়োজন করা হয়।
সভায় শিক্ষক কার্তিক চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, বিশেষ অতিথি জিটিভির জেলা প্রতিনিধি সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল,সরদার মোহম্মাদ নাজিমুদ্দীন, সামছুল হুদা। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক পশুপতি রায়, চিত্তরঞ্জন মন্ডল, নির্মল মন্ডল,রামপদ সানা, সুজন মন্ডল, প্রমূখ। বক্তরা বলেন, এবার নির্বাচিত হলে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌছয়ে দেওয়া হবে। আমি অবহেলিত হতদরিদ্র অসহায় মানুষের অধিকার রক্ষা ও এলাকাবাসীর উন্নয়নে শরীক হতে নির্বাচনে নেমেছি। আমি সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চাই। স্কুল, মাদ্রাসা, কলেজ, মসজিদ, মন্দির, বাজার, সড়কের উন্নয়ন করতে চাই। ওয়াপদার বাঁধ রক্ষা, পানি নিস্কাশন সমস্যাসহ সকল ক্ষেত্রে কাজ করতে চাই। ইনশাল্লাহ ২২মার্চ নির্বাচনে আমার প্রতীক নৌকা এলাকার মানুষ নির্ভয়ে ভোট দিয়ে নিরব বিপ্লব সৃষ্টি করবে। উক্ত পথ সভায় হাজার হাজার নৌকার সমার্থক যোগদান করেন।