
স্টাফ রিপোর্টার :
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ২নং ওয়ার্ড কর্র্তৃক আয়োজিত উপকারভোগী ও সুধীজনদের সাথে মতবিনিময় ও পথসভা শনিবার বিকেল ৪টায় খাজরা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এস এম শাহানেওয়াজ ডালিম, বিশেষ অতিথি বীরমুক্তিযোদ্ধা সরদার মোহম্মাদ নাজিম উদ্দীন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সেনা কর্মকর্তা শাহিন ইকবল মিন্টু, বাবু মন্ডল, শিক্ষক হেমনাথ মন্ডল,শ্যামাপদ ঘোষ, ইকবল হোসেন, ফারুক হোসেন প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে খাজরা ইউপি চেয়ারম্যন ডালিম বলেন- এবার নির্বাচিত হলে ইউনিয়নকে সন্ত্রাস, দুর্নীতি ও দালাল মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যহত থাকবে। এবার নির্বাচিত হলে ইউনিয়নকে মর্ডেল ইউনিয়ন করে গড়ে তোলা হবে। যেখানে বিদ্যুৎ পৌছায়নি সেটি দ্রুত সংযোগ দেওয়া হবে। অনুষ্ঠানে খাজরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড়ের হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফিজুল ইসলাম ।
।