
ফয়জুল হক বাবু ::
অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক (১৯২৪-২৯), বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৪৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সাতক্ষীরার নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ.ফ.ম রুহুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও ঢাকা বিশ^ বিদ্যালয়ের এমিরেটাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়র হোসেন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন ঢাকা বিশ^ বিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম, অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কালিগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক গাজী আজিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও খানবাহাদুর আহ্ছানউল্লা হাজারও ভক্তবৃন্দ।