খালেদার মুক্তির বিষয়ে সরকার হস্তক্ষেপ করবে না: কাদের


354 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
খালেদার মুক্তির বিষয়ে সরকার হস্তক্ষেপ করবে না: কাদের
মার্চ ১০, ২০১৮ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির ব্যাপারটা সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ার মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিনি (খালেদা) জামিন পেতেও পারেন, নাও পেতে পারেন। সেটা আমাদের বিষয় না। সরকার কোনোভাবেই এখানে হস্তক্ষেপ করবে না।

শনিবার সকালে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফোর লেনের উন্নয়ণ কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এ সময় বিএনপিকে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন থেকে বিএনপিকে সরিয়ে নেওয়ার কোনো খায়েশ আওয়ামী লীগ বা সরকারের নেই। একটা নিবন্ধিত দল হিসেবে তাদের নির্বাচনে অংশ নেওয়ার অধিকার আছে।

তিনি বলেন, আন্দোলন করে বিএনপি চেয়ারপারসনকে বের করবে, সেই বাস্তবতা এখন বাংলাদেশে নেই। এটা বিএনপিকে বুঝতে হবে। তারা বেগম জিয়ার গ্রেফতারের পর ভেবেছিল বাংলাদেশ উত্তাল হবে। কিন্ত তাদের সে স্বপ্ল পূরণ হয়নি।

এ সময় সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় প্রকৌশলী সুবজ উদ্দিন খান, প্রকল্প পরিচালক মো. ইসহাকসহ সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।