
আসাদুজ্জামান :
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে বার বার মিথ্যা মামলা দায়ের ও চার্জশীট প্রদানের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় শহরের আমতলা এলাকায় জেলা বিএনপির সভাপতি রহমততুল্লাহ পলাশের বাসভবন চত্বরে এ প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুল আলীমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে এ সময় বক্তব্য রাখেন, জেলা শ্রমিকদলের সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শের আলী, জেলা কৃষকদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, জেলা বিএনপির প্রচার সম্পাদক শাহীনুল করিম, জেলা ছাত্রদলের সভাপতি এইচ আর মুকুল, সহ-সভাপতি আবিদুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান আর্জেদ, জেলা মৎস্যজীবীদলের সভাপতি সালাউদ্দিন লিটন, সাধারণ সম্পাদক মাহমুুদুল হক প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হয়রানি করতে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। মামলা দিয়ে আন্দোলন সংগ্রামকে দমানো যাবে না উল্লেখ করে বক্তারা এ সময় অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।###