খালেদা জিয়ার সাজা বাড়াতে দুদকের আপিল


548 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
খালেদা জিয়ার সাজা বাড়াতে দুদকের আপিল
মার্চ ২৫, ২০১৮ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়াতে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, এই মামলায় অন্য আসমিদের সাজা হয়েছে ১০ বছরের। কিন্তু খালেদা জিয়া মামলার প্রধান আসামি হওয়ার পরও তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাই খালেদার সাজা বৃদ্ধির আবেদন জানানো হয়েছে।

তিনি বলেন, দুদকের মামলাগুলো সাধারণত বুধ ও বৃহস্পতিবার শুনানি হয়। আশা করছি, আগামী বুধবারই শুনানির জন্য আপিল আবেদনটি আদালতে উপস্থাপন করতে পারব।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। এছাড়াও মামলার অন্য আসামিদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায় ঘোষণার দিন থেকেই কারাগারে আছেন খালেদা জিয়া।