
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন না প্র্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অসুস্থতার কারণে গত বৃহস্পতিবারও আদালতে যাননি তিনি।
খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, ‘ম্যাডাম শারীরিকভাবে অসুস্থ। চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে যাবেন। এ জন্য বৃহস্পতিবার তিনি আদালতে যাবেন না।’
জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুটি দুর্নীতি মামলার বিচার রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী তৃতীয় বিশেষ আদালতে চলছে। গত ১০ ও ২৭ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার হাজিরার জন্য দিন ধার্য থাকলেও স্বাস্থ্যগত কারণে তিনি যাননি।
সূত্র : সমকাল অনলাইন