
গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর :
চুকনগরে সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত ও চারজন আহত হয়েছে। সোমবার সকাল বেলা ২টার দিকে চুকনগর-খুলনা মহাসড়কের বরাতিয়া গ্রামের গ্রামীন ফোনের টাওয়ারের কাছে এই দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, সোমবার বেলা ২টার দিকে খুলনা-পাইকগাছা রুটের যাত্রীবাহী বাস (খুলনা-ব-৮৭৬) খুলনা অভিমুখে যাওয়ার সময় বরাতিয়া গ্রামের গ্রামীন ফোনের টাওয়ারের কাছে পৌছুলে চালক বাসের নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এ সময় তার সামনের একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানটি মহাসড়কের পার্শ্বে ছিটকে পড়ে। এ ঘটনায় এক বছরের একটি শিশুসহ ৫ জন মারাত্বক আহত হয়। আহতরা হলেন ভ্যান চালক আব্দুল জব্বার(৪০),ডুমুরিয়া উপজেলার খর্নিয়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী ফাতেমা বেগম(৩০),মুনসুর আলীর স্ত্রী সালমা বেগম(৩০) এবং হাফিজুর রহমানের স্ত্রী সাবিনা বেগম(২২)। এদের মধ্যে ফাতেমা বেগমের এক বছর বয়সী শিশু পুত্রকে মুমুর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘাতক বাসটি চুকনগর হাইওয়ে ফাঁড়ি পুলিশ জব্দ করেছে।
##
চুকনগরে শহীদ মোড়ল ঈমান আলীর
৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত
চুকনগর প্রতিনিধি :
চুকনগরে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহীদ মোড়ল ঈমান আলী (ফকির) ৪৪তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় শহীদ ঈমান আলী স্মৃতি সংসদ উদ্যোগে দক্ষিন গোবিন্দকাটি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া শেষে কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইলাহি বকস্ এর সভাপতিত্বে এবং মোড়ল মাহাবুব আলমের পরিচালনায় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুকনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও জেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন তেভাগা আন্দোলনের নেতা কামুখা রায় চৌধুরী। বক্তব্য রাখেন অধ্যপক হাশেম আলী ফকির,অধ্যপক গোপাল কৃষ্ণ সরকার,মাষ্টার গাজী মোতহার আলী,এস মোকছেল আলী,গাজী গহর আলী,সাবেক ইউপি চেয়ারম্যান খান রহমত আলী,মাষ্টার সিরাজুল ইসলাম,সাংবাদিক গাজী আব্দুল কুদ্দুস,সামছুর রহমান মোড়ল,শেখ আমীন উদ্দিন,নিছার জোয়াদ্দার,নারায়ন চন্দ্র দে,স্বপন মজুমদার,সাহেব আলী মোড়ল,রুহুল আমীন,আব্দুল হাই,মোসলেম মোড়ল,আছির মোড়ল,কাছেম পাড়,সালাম হালদার,বিল¬াল হোসেন,আলী রেজা,নাজির হোসেন,মাষ্টার আব্দুস সাত্তার,মাষ্টার মুনছুর আলী,শেখ শাহিদুল ইসলাম,সাহাজুল ইসলাম,এজাহার গাজী,তোফাজ্জেল সরদার,মালেক হুসাইন,মোঃ খালিদ হোসেন প্রমুখ।