
ওয়াহেদ-উজ-জামান, খুলনা :
খুলনার দৌলতপুরে একটি মালবাহী ট্রেনে লাইনচ্যূতর ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৬ টায় দৌলতপুর রেল ষ্টেশনের সিগন্যাল ডাউনের সামনে দুর্ঘটনা কবিলত হয়ে মালবাহী ট্রেনের দুটি বগী লাইনচ্যূত। এসময় খুলনা থেকে সকল াংটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিকাল ৪ টায় খুলনা রেলওয়ের রিলিফ ক্রেন বিভাগের কর্মীরা এসে বগী দুটি সরিয়ে নেয়ায় প্রায় ৯ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জানাগেছে, সোমবার শান্তাহার সিএসডি গোডাউন থেকে চাল লোড করে খুলনা সিএসডি গোডাউনে যাওয়ার পথে দৌলতপুর রেল ষ্টেশনের সিগন্যাল ডাউনের সামনে দুর্ঘটনায় পড়ে। এসময় ওয়াগানের দুটি বগী ৯০ মেট্রিকটন চাল নিয়ে লাইনচ্যূত হয়। সাথেসাথে খুলনা থেকে ঢাকা, উত্তরবঙ্গ, গোয়ালন্দসহ বিভিন্ন রুটগামী ট্রেন চলাচাল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। খুলনা রেল কর্তৃপক্ষ প্রায় ৯ ঘন্টা পরিশ্রম করার পর রিলিফ ক্রেন দিয়ে বগী দুটি সরিয়ে নেন। এ ব্যপারে খুলনা রেল ওয়ে বিভাগের এরিয়া অপেরিটেং ম্যানেজার সরদার আবুল কালাম জানান, দুর্ঘটনা কবিলত মালবাহী ট্রেনের দুটি বগী লাইনচ্যূত হয়ার ঘটনান সঠিক ভাবে জানা যায়নি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিভাগীয় দপ্তর। তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানান।