
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
খুলনা মহানগরীর ছোট মির্জাপুর এলাকা থেকে দুটি হরিণের চামড়া উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ নারীকে আটক করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টার দিকে নগরীর ছোট মির্জাপুর এলাকার শুনুর বাড়ি থেকে হরিণের চামড়া দুটি উদ্ধার করা হয়।
বাংলানিউজকে চামড়া দুটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে অভিযান চালিয়ে নগরীরর ছোট মির্জাপুর এলাকার শুনুর বাড়ি থেকে চামড়া দুটি উদ্ধার করা হয়েছে।
ওই বাড়ির ২ নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে চামড়ার মালিক পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করা হয়েছে বলে জানান ওসি।—সুত্র:-বিডিনিউজ।