
প্রেস বিজ্ঞপ্তি :
দুর্বৃত্তদের এসিডে দগ্ধ হেয়েছ নর্দান ইউনিভার্সিটি খুলনা ক্যাম্পাসের মেধাবী ছাত্রী কানিজ ফাতেমা (২৫)। সোমবার রাতে বয়রা বাজারে ওরাকল বিসিএস কোচিং থেকে মটরবাইকে ছোট ভাইয়ের সাথে বাসায় ফেরার পথে পিএমজি কলোনীর সামনে বিপরীত দিক থেকে মটরবাইকে এসে দুই দুর্বৃত্ত এসিডে নিক্ষেপ করে। এতে ভাই-বোন উভয়ই দগ্ধ হয়। কানিজ ফাতেমা নর্দান খুলনা ক্যাম্পাস থেকে বিবিএ ও এমবিএ কৃতিত্তের সাথে পাশ করেন।
নর্দান ইউনিভার্সিটি সকল শিক্ষক, কর্মকতা ও ছাত্র-ছাত্রী এ জঘন্য ঘটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। প্রশাসনের নিকট এরুপ ঘঠনার প্রতিকার ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় । আজ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হবে।
সুস্থতার জন্য সবার নিকট দোয়া কামনা করেন। দগ্ধ ছাত্রীকে খুলনা মেডিকেলের বর্ন ইউনিটে দেখতে যান নর্দান ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্টার প্রিন্সিপাল মোঃ এমদাদুল হক, এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তফাজ্জল হোসেন খান, এডি মাহমুদ হাসান, প্রিন্সিপাল পিআরও কাজী হুমায়ুন কবির, প্রিন্সিপাল অফিসার রাশেদুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাকসুদুর রহমান।