
খুলনা ব্যুরো :
নগরীর লবনচরা এলাকার পুটিমারি বিল থেকে সোহাগ খলিফা (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে লবনচরা থানা পুলিশ লাশটি উদ্ধার করে। সোমবার রাত থেকে নিখোঁজ ছিল সে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার মোশারফ হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিগকের শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। এ কারণে হত্যা না আত্মহত্যা সে ব্যাপারে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। সে বটিয়াঘাটা উপজেলার আব্দুল বারেক খলিফার ছেলে।