
খুলনা প্রতিনিধি :
খুলনায় ‘গুড এ্যাকোয়াকালচার প্র্যাকটিস অনুসরণে বাগদা চিংড়ি চাষ ব্যবস্থাপনা (জিএপি-এসএফ)’ বিষয়ক মংস্য চাষীদের দু’দিন ব্যাপী তত্ত্বীয় এবং ব্যবহারিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার ডুমুরিয়া উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়ের ইকোনোমিক গ্রোথ প্রোগ্রাম (বিইজিপি) প্রকল্পের অর্থায়নে ফিস ফার্ম ওনার্স এ্যসোসিয়েশন বাংলাদেশ (ফোয়াব) এ কর্মশালার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোয়াবের কেন্দ্রীয় সভাপতি মোল্যা সামছুর রহমান শাহিন। প্রধান অতিথি ছিলেন মান নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক প্রফুল্ল কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা হরেন্দ্রনাথ সরকার। বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামছু দ্দৌজা, মৎস্য বিভাগের সাবেক উপ-পরিচালক ড. নিত্যানন্দ দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রি, বিজনেস প্রমোশন কাউন্সিলের প্রোগ্রাম সহকারি পলাশ কুমার ঘোষ প্রমূখ।
কর্মশালায় ফোয়াব সভাপতি মোল্যা সামছুর রহমান শাহিন সভাপতির বক্তব্যে বলেন, কৃষি খাত থেকে জিডিপিতে অবদান রাখতে উৎপাদিত চিংড়ির মান সুরক্ষিত রাখতে হবে। একই সঙ্গে উন্নত সম্প্রসারিত জৈবিক বদ্ধ পদ্ধতিতে ভাইরাস নিয়ন্ত্রিত পরিবেশে নিরাপদ চিংড়ি উৎপাদন করতে হবে।
কর্মশালার প্রথম দিনে ৪৫ জন মৎস্য চাষীসহ ৫০ জন অংশ গ্রহন করেন। প্রশিক্ষণ শেষে খামারিদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। ###