
ওয়হেদ-উজ-জামান, খুলনা ব্যুরো :
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকা থেকে ৩৬ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশী মদ ও বিয়ার উদ্ধার করেছে র্যাব। এ সময় মুন্নি আকতার নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে খুলনা র্যাব-৬ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
র্যাব-৬’র উপ-অধিনায়ক নিয়াজ মোঃ ফয়সাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১২টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় মাদক ব্যবসায়ী শাহজাহান হাওলাদারের ভাড়া বাড়িতে অভিযান চালায় র্যাব। ওই বাড়ি থেকে বিভিন্ন ব্রান্ডের ৪৫৫ বোতল মদ ও ৭৩৬ ক্যান বিয়ার এবং দু’টি মটর সাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের মূল্য ৩৬ লাখ ৬৭ হাজার টাকা। এ সময় শাহজাহানের স্ত্রী মুন্নি আকতারকে গ্রেফতার করা হয়। তবে শাহজাহানকে পাওয়া যায়নি। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে। #