
ওয়াহেদ-উজ-জামান, খুলনা :
এইচএসসি ও সমমানের পরীক্ষায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে সেরা দশের তালিকায় এবার প্রথম স্থান অধিকার করেছে খুলনা জেলা। রোববার প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে। খুলনা জেলা মোট উত্তীর্ণ শিক্ষার্থী’র সংখ্যা ১২ হাজার ৫৭৩ জন। পাশের হার শতকরা ৬০ দশমিক ৬৩ ভাগ।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী খুলনা জেলার ৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ বছর ২০ হাজার ৭৩৭জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১২ হাজার ৫৭৩ জন পাশ করেছে। পাশের হার শতকরা ৬০ দশমিক ৬৩ ভাগ। এছাড়াও যথাক্রমে যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, বাগেরহাট, মেহেরপুর, কুষ্টিয়া, নড়াইল, চুয়াডাঙ্গা ও মাগুরা জেলা সেরা ১০ এর তালিকায় স্থান পেয়েছে।
এদিকে খুলনা জেলা যশোর বোর্ডের মধ্যে সেরা হলেও যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ফলবিপর্যয় হওয়ায় কলেজগুলোতে কোন উল্ল¬াস করেনি শিক্ষার্থীরা। বিশেষ করে ভালো ফলাফল না করতে না শিক্ষার্থী ও তাদের অভিভাকদের মধ্যে হতাশা বিরাজ করছে।