
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিস আয়োজিত শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির
উদ্দীনের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম. বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নরেন্দ্রনাথ মৈত্র, সহকারী শিক্ষা অফিসার শোভা রায়, মিজানুর রহমান, তপন
কর্মকার, নয়ন কুমার সাহা, ইসলামুল হক মিঠু, জ্যোতি শংকর। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক আশুতোষ কুমার মন্ডল, মাজেদা বেগম, মিলি ইয়াসমিন, শহীদুল ইসলাম, গুলশাহানারা বেগম, আফরোজা নূর চিশতি ও আলমগীর কবির। উদ্বোধনী
অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় কপিলমুনি, হরিঢালী, শহীদ গফুর, ঘোষাল বান্দিকাটী, সোলাদানা, গড়ইখালী আলমশাহী ও গোপালপুর ক্লাস্টার সহ ৯টি স্টল স্থান পেয়েছে।