
স্টাফ রিপোর্টার :
খুলনা-পাইকগাছা সড়কের আটারমাইল এলাকায় বাসের সাথে মটরসাইকেলের ধাক্কায় মটরসাইকেল চালক রায়হান মোড়ল (১৮) নিহত হয়েছেন। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার পুর্ব নলতা গ্রামের খোকন মোড়লের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরো দু’জন। রোববার রাত ৮ টার দিকে ঘটনাটি ঘটেছে।
রায়হানের প্রতিবেশী পুর্ব নলতা গ্রামের রবিউল ইসলাম জানান, রায়হান তার দু’বন্ধুকে নিয়ে মটরসাইকেল চালিয়ে তালা থেকে আটারমাইলের দিকে আসছিলেন। আটারমাইলের অদুরে পাইকগাছাগামী যাত্রীবাহি একটি বাসে মটরসাইকেলটির ধাক্কা লাগলে চালক রায়হান মোড়ল ঘটনাস্থলে নিহত হন। আহত হন মটরসাইকেলে আরোহী অপর দু’জন। তাদেরকে তালা উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের নামপরিচয় জানা সম্ভব হয়নি।