
খুলনা বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০১৬ এ প্রথম স্থান অধিকার করেছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট । খুলনা জিমনেসিয়াম মিলনায়তনে তিনদিনব্যাপী অনুষ্ঠিত হয় বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। উক্ত মেলায় সিনিয়র গ্রুপে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত ১১টি পলিটেকনিক ইন্সটিটিউট অংশ নেয়। মেলায় অটোমেটিক রাইচ কুকার এর উদ্ভাবনী প্রদর্শনীতে বিজ্ঞ বিচারকদের দক্ষতা, দুরদৃষ্টি এবং বিবেচনায় নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট প্রথম স্থান অধিকার করে। উল্লেখ্য সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট খুলনা বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ২০১৫’তেও প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করে। সোমবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের অতিঃ সচিব ইতি রানী পোদ্দার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রসাশক নাজমুল আহসান ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)মোঃ ফারুক হোসেন। সাতক্ষীরা নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের পক্ষ থেকে ১ম স্থান অর্জনকারী পুরস্কার গ্রহন করেন ইলেকট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান নার্গিস খানম।এ সময় নবজীবনের সহঃ কো-অর্ডিনেটর ও নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের রেজিস্ট্রার খান ফাহিম আল-ফুয়াদ ও শক্ষক ফখরউদ্দীন সহ বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষক,ছাত্র ও গন্যমান্য ব্যাক্তি বর্গগন উপস্থিত ছিলেন । খুলনা বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রথম স্থান অধিকার করায় নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটটের সংশ্লিষ্ট কর্তপক্ষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন নবজীবনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ খান, নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম,প্রশাসনিক কর্মকর্তা শেখ মেহেরুল আলম মনি সহ সকল কর্মকর্তা ও নবজীবন পরিবারের সদস্যরা ।
প্রেস বিজ্ঞপ্তি