গজারিয়ায় কাভার্ডভ্যান থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২


338 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
গজারিয়ায় কাভার্ডভ্যান থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২
মার্চ ২৮, ২০১৮ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বালুয়াকান্দি এলাকার মুন ফিলিং স্টেশনের কাছে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে মঙ্গলবার রাতে ৬২ হাজার পিছ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড এ্যকশান ব্যাটালিয়ান (র‌্যাব)।

এ সময় হাসানুল ইসলাম হাসান (২৭) ও জয়নাল আবেদীন ছোটন (১৯) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ইয়াবাবহনকারী একটি কাভার্ডভ্যান, চারটি মোবাইল ফোন ও ছয়টি সিমকার্ড জব্দ করে র‌্যাব।

র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, খালি কাভার্ডভ্যানটি কক্সবাজার থেকে বিশাল ইয়াবার চালান নিয়ে ঢাকায় যাচ্ছিল- এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আলেপ উদ্দিন এর নেতৃত্বে র‌্যাবের একটি টিম অভিযান চালায়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজার থেকে ঢাকায় একাধিক মাদক পাচারের কথা স্বীকার করেছেন।