
পলাশ কর্মকার, কপিলমুনি ঃ
গণ-মানুষের কল্যাণে সাংবাদিকদের কাজ করতে হবে। সুষ্ঠু সমাজ গঠনে সাংবাদিকদের ভুমিকা অপরিসীম। অন্যায়, অত্যাচার, অনিয়ম, উন্নয়ন আর ঝরে পড়া অসহায় মানুষদের নিয়ে লিখতে হবে। সাংবাদিকতায় স্বজন প্রীতি আর বন্ধুত্বের স্থান নেই। নিরপেক্ষতা সাংবাদিকতার প্রথম ভিত্তি। আপনারা খবরের মানুষ, তাই খবর লিখতে এগুলো মাথায় রাখতে হবে।
কপিলমুনি সিটি প্রেসক্লাবের ১ম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা এ কথা গুলো বলেন। বুধবার দুপুর ১২ টায় সিটি প্রেসক্লাব মিলনাতনে ক্লাবের সভাপতি এম আজাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কপিলমুনি কলেজের উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শেখ আছাদুর রহমান পিয়ারুল, দৈনিক প্রজন্মের ভাবনা’র বার্তা সম্পাদক শিশির কান্তি বিপুল, বিশেষ প্রতিনিধি এটি এম রফিক, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা প্রেসক্লাবের সদস্য মোঃ আব্দুল আজিজ, ইউ পি মেম্বর আবুল কাশেম হাজরা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সহ-সভপাতি এইচ এম এ হাশেম, সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, সহ-সাধারণ সম্পাদক এইচ এম জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ জগদীশ দে, সাংগঠনিক সম্পাদক মজুমদার পলাশ, দপ্তর সম্পাদক এম আজিজুর রহমান, প্রচার সম্পাদক আঃ সবুর আল-আমীন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক স ম নজরুল ইসলাম, খান রফিকুল ইসলাম, পবিত্র মন্ডল, শেখ আব্দুল মজিদ প্রমুখ। এদিকে আলোচনা সভার পূর্বে বেলা ১১ টায় র্যালী অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে ফুল দিয়ে অতিথিদের বরণ, কেক কাটা, সম্মাণনা স্মারক ‘১৬ প্রদান ও স্মরণীকা ‘চেতনায় আমরা’র মোড়ক উন্মোচন করা হয়।