গনতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের সমন্বিত আইন প্রনয়নের দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন


492 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
গনতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের সমন্বিত আইন প্রনয়নের দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
ফেব্রুয়ারি ১৬, ২০১৬ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

আসাদুজ্জামান :
সরকারের উদ্যোগে গনতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের সমন্বিত আইন প্রনয়ন ও বাস্তবায়নে ৬ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচী ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন জেলা  প্রচারাভিযান কমিটি ও নাগরিক সমাজ। সাতক্ষীরা জেলা প্রচারিভিযান কমিটির সভাপতি সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা  প্রচারাভিযান কমিটির সহসভাপতি এম কামরুজ্জামান, সাধারন সম্পাদক আব্দুর সবুর বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম প্রমুখ।

মানববন্ধন শেষে তারা সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।