
আব্দুর রহমান মিন্টু:
সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে মধ্যরাতে শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার মধ্য রাতে শহরের বিভিন্ন বস্তিএবং দুস্থ মানুষের মাঝে এই শীত বস্ত্র কম্বল বিতরণ করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান।
পৌষের কনকনে শীতে অসহায় দুস্থ্য ও শীতার্থ মানুষের পাশে দাড়িয়েছেন জেলা প্রশাসক সহ প্রশাসনের এনডিসি, নূর আহম্মাদ মাছুম,পাটকেলঘাটার ওভার ব্রিজ সংলগ্ন, সরকারি বালক বিদ্যালয়ের রাস্তার সামনে, সিটি কলেজ পাশে বেদে পল¬ী, সরকারি কলেজের পিছনে ঋষি পল¬ীতে শিতার্থ দুস্থদের মাঝে এ ৬০টি কম্বল বিতরণ করা হয়।