গভীর শ্রদ্ধাভরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো সাতক্ষীরা প্রেসক্লাব


411 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
গভীর শ্রদ্ধাভরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো সাতক্ষীরা প্রেসক্লাব
ডিসেম্বর ১৪, ২০১৫ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার : জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করলো সাতক্ষীরা প্রেসক্লাব। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোমবার সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা প্রেসক্লাবের কৃষ্ণচূড়া চত্বরে মোমবাতি প্রজ্বলন করা হয়।

2
মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে কর্মসূচিতে আরো অংশ নেন সিনিয়র সাংবাদিক আনিসুর রহিম, আবু আহমেদ, কল্যাণ ব্যানার্জি, সুভাষ চৌধুরী, শেখ আব্দুল ওয়াজেদ কচি, মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, আব্দুল বারী, মোস্তাফিজুর রহমান উজ্জল, রুহুল কুদ্দুস, দিলীপ কুমার দেব, ফারুক মাহবুবুর রহমান, গোলাম সরোয়ার, সেলিম রেজা মুকুল, শেখ মাসুদ হোসেন, আবুল কাসেম, আসাদুজ্জামান, ফরিদ আহমেদ ময়না, এম রফিক, বরুন ব্যানার্জী প্রমুখ।

 

SAM_0111
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ বলেন, রাজাকার-আল বদররা নিশ্চিত পরাজয় বুঝতে পেয়ে স্বাধীনতার ঊষালগ্নে পরিকল্পিকতভাবে জাতির মেরুদ- ভেঙে দিতে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। এখনো সেই ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

এ সময় স্বাধীনতাবিরোধীদের সকল ষড়যন্ত্র রুখে দিতে সংবাদ কর্মীদের সজাগ থাকার আহবান জানান তিনি।

পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দসহ সুধিজন।