
এস কে সিরাজ,শ্যামনগর:
প্রথম কার্য দিবসে পরিষদ চত্বরে গাছে চারা রোপন করে শ্যামনগর ১০ নং আটুলিয়ানের নবনির্বাচিত চেয়ারম্যান আবু সালেহ বাবু ইউনিয়ন পরিষদের কার্যক্রম শুরু করেছেন। আজ ২৫/৫/১৬ তারিখে দোয়া আর মিলাদ মাহফিল ও করেন পরিষদ কক্ষে। আটুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আ” লীগের সাধারন সম্পাদক জি এম আব্দুল কাদের মারা যাওয়ার পর এবার ওই ইউনিয়নের হাল ধরলেন,তারই সুযোগ্য পুত্র আবু সালেহ বাবু।তবে দলীয় ভাবে নৌকা প্রতীক না পেলে ও জনতার ভালবাসায় ফুলের মালা তারই গলায় যায়। সাধারন মানুষের পাশে থেকে আটুলিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপ দিতে চায়, নবনির্বাচিত চেয়ারম্যান আবু সালেহ বাবু।###