
বিজয় মন্ডল ::
গাবুরা জেলিয়াখালী সার্বজনীন দূর্গা মন্দিরের মাঠে সোলিং শেড নির্মানকল্পে সাতক্ষীরা জেলা পরিষদ কতৃক বরাদ্দকৃত ১০০০০০|=টাকার মধ্যে ১ম পর্বের ৪৫০০০|= পঁয়তাল্লিশ হাজার টাকার চেক সংশ্লিষ্ট প্রকল্প সভাপতি ও ইউ,পি,সদস্য বাবু পিযুষ কান্তি মৃধার নিকট হস্তান্তর করেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামী।
এসময় গন্যমান্য ব্যাক্তবর্গ উপস্থিত ছিলেন।