
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
কানাডার স্থানীয় সময় রোববার বিকাল ৩টা ২৫ মিনিটে টরন্টোর বেক্রেস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৩ বছর।
মুক্তিযোদ্ধা সংসদ কানাডা কমান্ড কাউন্সিলের কমান্ডার জহিরুল ইসলাম ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন। চলতি সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম ১৯৫১ সালের ২৯ অগাস্ট কুমিল্লার মুরাদনগরের পাহাড়পুর গ্রামে জন্মগ্রহণ করেন। একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে ক্যাপ্টেন হায়দারের তত্ত্বাবধানে গেরিলাযুদ্ধের প্রশিক্ষণ নেন এবং ২ নম্বর সেক্টরের অধীনে ঢাকা শহর ও সংলগ্ন এলাকায় গেরিলা যুদ্ধ করেন।
যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে তার লেখা বই ‘একাত্তরের গেরিলা’ ব্যাপক পাঠকপ্রিয়তা পায়। ক্যাপ্টেন হায়দারকে নিয়ে ‘মুক্তিযুদ্ধে মেজর হায়দার ও তার বিয়োগান্তক বিদায়’ বইটির জন্য এ বছর তিনি আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার পান।
কর্মজীবনে ড. জহির ছিলেন ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী। ধান নিয়ে তিনি দেশে বিদেশে গবেষণা করেছেন।
২০০১ সাল থেকে পরিবার নিয়ে টরন্টোতে বসবাস করছিলেন জহিরুল ইসলাম। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
মুক্তিযোদ্ধা জহিরের ইচ্ছা অনুযায়ী তার মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছে।