
ওয়াদে-উজ-জামান, খুলনা :
জাতীয়তাবাদী মহিলা দলের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বুধবার বেলা সাড়ে ১১ টায় সংগঠনের জেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তারা ৫ জানুয়ারীর প্রার্থীবিহীন ও ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতা দখলকারী আওয়ামী লীগের তিব্র সমালোচনা করে বলেছেন, তারা গণতন্ত্রকে হত্যা করেছে এবং মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। গুম-খুন-অপহরন-চাঁদাবাজি-টেন্ডারবাজি-দখলবাজিতে তারা অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে। ব্যাংক-বীমা-শেয়ার বাজার-কুইক রেন্টাল-সকল আর্থিক প্রতিষ্ঠানে রাজ পরিবারের লুটপাটে দেশের অর্থনীতি ভয়াবহ ঝুকির মুখে। বিশ্ব বাজারে যখন তেল-গ্যাসের দাম নি¤œমুখি তখন দেশে দাম বাড়িয়ে সরকার জনজীবনে নাভিশ্বাস সৃষ্টি করেছে। নতুন বেতন স্কেল কার্যকর হলে মূল্যস্ফীতি বাড়বে, জীবনযাত্রার ব্যয় সীমা ছাড়াবে। এ পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগনের সরকার প্রতিষ্ঠায় মহিলা দলের নেতাকর্মীদের রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের আহবান জানানো হয়।
মহিলা দলের জেলা সভানেত্রী অ্যাডভোকেট তছলিমা খাতুন ছন্দার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। প্রধান বক্তা ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা শেখ আব্দুর রশিদ, মোল্লা খায়রুল ইসলাম, আশরাফুল আলম নান্নু, তৈবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন পূর্ণিমা হোসেন চৌধুরী। মহিলা দল নেত্রী শাহনাজ ইসলাম ও সেতারা সুলতানার পরিচালনায় আলোচনায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিরিনা দৌলত, লক্ষ্মী রাণী গোলদার, রোজিনা পারভীন, আনজিরা বেগম, জাহেদা বেগম, মুন্নি বেগম, রেহানা বেগম, ঝর্ণা বেগম, শাম্মী আক্তার মনি, পারুল বেগম, এ্যাড. কামরুন নাহান হেনা, জরিনা বেগম প্রমুখ।