
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
সম্প্রতি দেশে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। বুধবার বিকেল ৪টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। ”
এর আগে, গ্যাস ও বিদ্যুতের বৃদ্ধির প্রতিবাদে গতকাল মঙ্গলবার দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন থেকে ওয়াকআউট করে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।
জাতীয় পার্টি (জাপা) সূত্রে জানা গেছে, এ সমাবেশে বিপুল সংখ্যক লোক সমাগমের প্রস্তুতি নিয়েছে জাতীয় পার্টির ঢাকা মহানগর ও বিভিন্ন সহযোগী এবং অঙ্গ সংগঠনগুলো।
জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার রাজনৈতিক সচিব সুজন দে বলেন, ‘শ্যামপুর-কদমতলী থেকেই তিন হাজার জাপা নেতা-কর্মী সমাবেশে যোগ দেবে। এ ছাড়া মহানগরের অন্যান্য থানা থেকেও বিপুল সংখ্যক নেতা-কর্মী সমাবেশে যোগ দিবে।—বাংলাদেশ প্রতিদিন।