
অনলাইন ডেস্ক ::
ঢাকার আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে শিশু সন্তানসহ এক দম্পতি দগ্ধ হয়েছেন।
তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
শনিবার ভোর ৫টার দিকে আশুলিয়ার পশ্চিম বাইপাইলের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার ভোর পাঁচটার দিকে চুলা জ্বালানোর সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে তারা দগ্ধ হন।