
অনলাইন ডেস্ক ::
সম্প্রতি দুবাইতে অনুষ্ঠিত হলো ‘গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড ২০১৮’। এই উৎসবে সঙ্গীতশিল্পী হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের ফাহিম ইসলাম। তার গাওয়া ‘বাংলা ড্যান্স’র জন্য এ সম্মাননা পেয়েছেন তিনি।
বাংলাদেশ ও ভারতের আলোচিত গানের শিল্পীদের দেয়া হয় এ সম্মাননা। দুবাইতে বসবাসরত বাংলাদেশ ও ভারতের প্রবাসীদের উদ্যোগেই এ আয়োজন। দুই দেশের সাংস্কৃতির মেলবন্ধনের জন্যই এ উদ্যোগ তাদের।
এ সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে কণ্ঠশিল্পী ফাহিম ইসলাম বলেন, ‘যে কোন পুরস্কারই সম্মানের। বিদেশের মাটিতে নিজের গানের জন্য সম্মাননা পাওয়া এটা অবশ্যই আমার জন্য অন্য রকম এক ভালোলাগার। এমন সম্মাননা কাজের আগ্রহ আরও বাড়িয়ে দেয়। আশা করি আগামীতে আরও ভালো ভালো গান শ্রোতাদের উপহার দিতে পারবো।’
বাংলা ড্যান্স গানটির কথা লিখেছেন রাহুল, সুর করেছেন অম্লান এবং মিউজিক করেছেন বব। ডেড লাইন এন্টারটেইনমেন্ট এর ব্যানারে প্রকাশিত গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেন সৈকত নাসির।