ঘূর্ণিঝড় সিত্রাংয়ে কপিলমুনিতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি


183 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে কপিলমুনিতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি
অক্টোবর ২৫, ২০২২ খুলনা বিভাগ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

পলাশ কর্মকার ::

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কপিলমুনি ও পার্শ্ববর্তী এলাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে আমন ধানের কিছুটা ক্ষতি হয়ছে। সোমবার দিনভর হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝড়ো হাওয়ায় আমন ধানের ফুল ঝরে গেছে। কিছু কিছু নিচু জায়গায় থোড় হওয়া আমন ধান পানির উপর ন্যুয়ে পড়েছে। যদিও এবছর আমন চাষ মৌসুমে বৃষ্টির অভাবে দেরিতে আমন ধানের চাষ হয় তাই অধিকাংশ ক্ষেতে আমন ধানের ফুল বা থোড় আসেনি এ কারণে ক্ষতির পরিমাণ কম হয়েছে বলে স্থানীয় কৃষকরা জানান। তবে কপিলমুনির বিলাঞ্চলে বাতাসের তীব্রতার কারণে দু একটি গাছ উপড়ে পড়েছে। ঘরবাড়িসহ মৎস্য ঘেরের কোন ক্ষয় ক্ষতি হয়নি। জলোচ্ছ্বাস ও বৃষ্টির প্রভাবে মৎস্য ঘের ভেসে যাওয়ার যে শংকা মৎস্যচাষিদের ভিতরে ছিল তা কেটে গেছে। রবিবার শেষরাত থেকে একটানা হালকা মাঝারী বৃষ্টি শুরু হয়ে সোমবার দিনভর গড়িয়ে রাত সাড়ে দশটার দিকে এ এলাকায় বৃষ্টি থেমে যায়। সেই সাথে দমকা ঝড়ো হাওয়া কমে যায়। রবিবার ও সোমবার দুপুরের আগে কপিলমুনির ঝুঁকিপূর্ণ নিম্নাঞ্চল থেকে সাধারণ মানুষ নিরাপদ জায়গায় আশ্রয় নেয়।

#