
আব্দুর রহিম : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ঘোনা ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে ০৪ নং ঘোনা ইউনিয়নের বিজিবি ক্যাম্পের পাশে ঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিন আলম সাদ্দাম, সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি শাওন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য অতিরিক্ত পিপি এড. আব্দুল লতিফ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদিকা সুলেখা দাস, রোখসানা পারভীন, দপ্তর সম্পাদিকা তহমিনা ইসলাম, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শাহেদ পারভেজসহ আওয়ামীলীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন।
###
সাতক্ষীরা টাউন গালস্ হাইস্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আব্দুর রহিম : “খেলা-ধূলায় থাকলে মন সুস্থ্য সবল সারাক্ষণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সাতক্ষীরা টাউন গালস হাইস্কুলে অনুষ্ঠানের আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আলমগীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৃপ্তি মোহন মল্লিক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য অতিরিক্ত পিপি এড. আব্দুল লতিফ, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদিকা সুলেখা দাস, রোখসানা পারভীন, দপ্তর সম্পাদিকা তহমিনা ইসলাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ছড়াকার নাজমুল হাসান, মো. আব্দুল্লাহ, সাতক্ষীরা টাউন গালস হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক অসীম কুমার মন্ডল, সহকারি শিক্ষক উজ্জল কান্তি শর্মা, সহকারি শিক্ষক মো. আফজাল হোসেন, রোকনুজ্জামান, শেখ আলমগীর রহমান, মানজুরুর রব, হীরা লাল সরকার, ইমাম উদ্দিন আহম্মেদ, সিদ্দিকুজ্জামান, ইউনুছ আলী, মাসুমা আক্তার, সন্ধ্যা মন্ডল, রাজিয়া সুলতানা প্রমুখ। এসময় শিক্ষক, অবিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয় পরিষদের সদস্য শেখ শফি উল্লাহ মনি।