
অনলাইন ডেস্ক ::
চট্টগ্রামের বালুছড়া নতুন বাজার এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও একজন।
সোমবার রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সকলেই অটোরিকশার যাত্রী এবং তারা আত্মীয়।
বায়েজিদ বোস্তামী থানার ওসি আবুল কালাম এ তথ্য নিম্চিত করেছেন।
নিহতরা হলেন- মো. নান্টু (২৮), মো. রফিক (২২) ও মো. জামশেদ (৩০)। আহত মো. রেজাউল আকবরকে (৩২) ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি। অটোরিকশা চালকের এখনও খোঁজ পাওয়া যায়নি।