
স্টাফ রিপোর্টার:
কালিগঞ্জের চম্পাফুল ইউনিয়নে আওয়ামী লীগের একক চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হক মোজাম। ১৩ ফেব্রুয়ারি চম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সভায় সর্ব সম্মতিক্রমে তাকে মনোনীত করা হয়। মোজাম্মেল হক মোজাম ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি।
সূত্র জানায়, ১৩ ফেব্রুয়ারি চম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা সভাপতি মোজাম্মেল হক মোজামের সভাপতিত্বে অনুষ্ঠিত। সভায় বক্তব্য রাখেন গোলাম কায়ুম, শিবুপদ সরকার, অরুণ কুমার ব্যানার্জি, জলিল মোল্লা প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে তাকে মনোনীত করা হয়। প্রসঙ্গত, মোজামের চাচা আবু সায়ীদ ইউনিয়নে দীর্ঘ দিন ধরে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।