চলচ্চিত্র পরিচালক খালেদ মাহমুদ মিঠুকে শেষ শ্রদ্ধা জানালো “শিল্পী ঐক্য জোট”


632 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
চলচ্চিত্র পরিচালক খালেদ মাহমুদ মিঠুকে শেষ শ্রদ্ধা জানালো “শিল্পী ঐক্য জোট”
মার্চ ১০, ২০১৬ ফটো গ্যালারি বিনোদন
Print Friendly, PDF & Email

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক খালেদ মাহমুদ মিঠুর অকাল মৃত্যুতে শিল্পী ঐক্য জোট পরিবারসহ সমস্ত মিডিয়াপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। আজ বিকাল ০৩:০০ টায় চ্যানেল আই প্রাঙ্গনে শেষ হল তার ৪র্থ ও শেষ জানাযার নামাজ। নামাজে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, খ্যাতিমান  শিল্পী সাহিত্যিক বৃন্দ। জানাযার পর শিল্পী ঐক্য জোট এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী গ্যাপন করেন শিল্পী ঐক্য জোটের সভাপতি নাট্য পরিচালক  জি এম সৈকত।
উলেখ্য সোমবার দুপুরে রিকশায় করে বাসায় ফেরার পথে ধানমন্ডি ৪ নম্বর রোডের পাশের  একটি গাছ আকস্মিক ভেঙে পড়ে মারা যান খালিদ মাহমুদ মিঠু।