
অনলাইন ডেস্ক
চলতি এপ্রিল মাসে বৃষ্টির সম্ভাবনা নেই তবে মে মাসের ১/২ তারিখে বৃষ্টি হতে পারে।
বুধবার আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক ছানাউল হক এ তথ্য জানান। খবর বাসসের
আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, দিনাজপুর, সৈয়দপুর ও চাঁদপুর অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এতে বলা হয়, ময়মনসিংহ অঞ্চলসহ সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ এবং বাতাসের গতি ঘণ্টায় ৮ থেকে ১৫ কি.মি দক্ষিণপশ্চিম বা দক্ষিণ দিক থেকে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক ছানাউল হক জানান, সারা দেশে এ ধরনের পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে ১-২ মের মধ্যে বৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৃষ্টি হলে আবহাওয়া ক্রমান্বয়ে সহনশীল হবে।
উল্লেখ্য, তাপমাত্রা ৩৬ ডিগ্রির ওপর হলে মৃদু তাপমাত্রা, ৩৮-৪০ ডিগ্রি হলে মাঝারি এবং তাপমাত্রা ৪০ ডিগ্রি স্পর্শ করলে তীব্র তাপপ্রবাহ বলা যায়।