
মাহফুজুর রহমান মধু ,পাটকেলঘাটা :
সোমবার চলন্তিকা যুব সোসাইটির বিসিক শিল্প নগরী বিনেরপোতাস্থ নিজস্ব কার্যালয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সংস্থার ডিজিএম আব্দুল জলিল শেখের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক সারোয়ার হুসাইন।
এজিএম গৌরঙ্গ মূখার্জীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জিএম মানুছর রহমান। আরো বক্তব্য রাখেন, এজিএম শেখ শওকত আলী, জহিরুল, গৌতম, বৈদ্ধনাথ, রেহেনা, মিজান, মনির, মশিউর, দেবু প্রমূখ।
এ সময় বিভিন্ন ব্রাঞ্চ থেকে আসা তিনশতাধিক কর্মকর্তার উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, সমাজের অবহেলিত প্রতিবন্ধি সহ সংস্থার বিভিন্ন সামাজিক কাজগুলো সততা ও নিষ্ঠার সাথে করার আহবান জানান।