চাঁদপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী


681 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
চাঁদপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
এপ্রিল ১, ২০১৮ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে চাঁদপুর পৌঁছেছেন। সফরের শুরুতে সকালে হাইমচরে বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠ জাতীয় কমডেকারে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি কমডেকা সম্মেলন উদ্বোধন করবেন।

বিকেল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ঘিরে চাঁদপুরে সর্বত্র সাজ সাজ রব। মোড়ে মোড়ে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। আট বছর পর নেত্রীকে বরণ করে নিতে সবাই ব্যস্ত। যাত্রাপথ চাঁদপুর-কুমিল্লা সড়কের বাবুরহাট এবং সার্কিট হাউস এলাকা থেকে স্টেডিয়াম পর্যন্ত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে নেতাদের শুভেচ্ছার বিলবোর্ড টানানো হয়েছে। একই অবস্থা হাইমচর উপজেলাজুড়ে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহর ছাড়িয়ে ব্যাপক এলাকাজুড়ে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।