চায়না বাংলা ২য় বিভাগ ক্রিকেটের আজকের খেলার ফলাফল


431 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
চায়না বাংলা ২য় বিভাগ ক্রিকেটের আজকের খেলার ফলাফল
মার্চ ২২, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চায়না বাংলার পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে চায়না বাংলা ২য় বিভাগ ক্রিকেট-২০১৮ এর আজকের ১ম খেলা আজাদী সংঘ বনাম সিটি ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় আজাদী সংঘ টসে জিতে সিটি ক্লাব-কে ব্যাট করার আমন্ত্রণ জানায়। সিটি ক্লাব ব্যাট করতে নেমে ২০ ওভারে ১টি উইকেট হারিয়ে ১৮৩ রান করে। দলেল কাবিজ ১২১ রান করে। জবাবে আজাদী সংঘ ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯টি উইকেট হারিয়ে ১৬৪ রান করে। দলের কবির ৪৪ রান করে। ফলে সিটি ক্লাব ১৯ রানে জয়লাভ করে।
২য় খেলা দি অকেশনাল ক্রিকেট এসোসিয়েশন বনাম রাইজিং এরিয়ান্স ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় রাইজিং এরিয়ান্স টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪টি উইকেট হারিয়ে ১৬১ রান করে। দলের আরাফাত ৫৯ রান করে। জবাবে দি অকেশনাল ক্রিকেট এসোসিয়েশন ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮টি উইকেট হারিয়ে ১৬০ রান করে। দলের মুরাদ ৫০ রান করে। ফলে রাইজিং এরিয়ান্স ক্লাব ১ রানে জয়লাভ করে।

প্রেস বিজ্ঞপ্তি