
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চায়না বাংলার পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে চায়না বাংলা ২য় বিভাগ ক্রিকেট-২০১৮ এর আজকের ১ম খেলা ইয়ং এরিয়ান্স ক্লাব বনাম শহীদ কাজল খোকন স্মৃতি সংসদ মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় ইয়ং এরিয়ান্স ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬টি উইকেট হারিয়ে ১৫৭ রান করে। জবাবে শহীদ কাজল খোকন স্মৃতি সংসদ ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ৪টি উইকেট হারিয়ে ১৬২ রান করে। ফলে শহীদ কাজল খোকন স্মৃতি সংসদ ৬ উইকেটে জয়লাভ করে।
২য় খেলা তুফান স্পোর্টিং ক্লাব বনাম দহাকুলা মিতালী সংঘের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় তুফান স্পোর্টিং ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭টি উইকেট হারিয়ে ১৮৩ রান করে। জবাবে দহাকুলা মিতালী সংঘ ব্যাট করতে নেমে ১৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৫ রান করে। ফলে তুফান স্পোর্টিং ক্লাব ৬৮ রানে জয়লাভ করে।
প্রেস বিজ্ঞপ্তি