চায়না বাংলা ২য় বিভাগ ক্রিকেট-২০১৮ এর আজকের খেলার ফলাফল


682 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
চায়না বাংলা ২য় বিভাগ ক্রিকেট-২০১৮ এর আজকের খেলার ফলাফল
মার্চ ৩০, ২০১৮ খেলা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

 

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চায়না বাংলার পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে চায়না বাংলা ২য় বিভাগ ক্রিকেট-২০১৮ এর ২য় পর্বের আজকের ১ম খেলা অনির্বান সংস্থা বনাম শাহ স্পোর্টিং ক্লাব এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় অনির্বান সংস্থা টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬টি উইকেট হারিয়ে ১৫৬ রান করে। দলের সবুজ ৪৬ রান করে। জবাবে শাহ্ স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে ৪টি উইকেট হারিয়ে ১৫৭ রান করে। দলের সুরাজ ৮১ রান করে। ফলে শাহ্ স্পোর্টিং ক্লাব ৬উইকেটে জয়লাভ করে।
২য় খেলা নলতা কসমস বনাম রাইজিং এরিয়ান্স ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় নলতা কসমস টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬টি উইকেট হারিয়ে ১৩২ রান করে। দলের শাহিন-১ ৪১ এবং শাহিন-২ ৩৩ রান করে। জবাবে রাইজিং এরিয়ান্স ক্লাব ব্যাট করতে নেমে ১৭.৫ ওভারে ৫টি উইকেট হারিয়ে ১৩৩ রান করে। দলের সাগর ৭০ রান করে। ফলে রাইজিং এরিয়ান্স ক্লাব ৫ উইকেটে জয়লাভ করে।

প্রেস রিলিজ