চায়না বাংলা ২য় বিভাগ ক্রিকেট-২০১৮ : আজকের খেলার ফলাফল


494 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
চায়না বাংলা ২য় বিভাগ ক্রিকেট-২০১৮ : আজকের খেলার ফলাফল
মার্চ ৩১, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

 

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চায়না বাংলার পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে চায়না বাংলা ২য় বিভাগ ক্রিকেট-২০১৮ এর ২য় পর্বের আজকের ১ম খেলা ডাঃ কিউ.এ সিদ্দিকী স্মৃতি সংসদ বনাম শহীদ কাজল খোকন স্মৃতি সংসদ এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় ডাঃ কিউ.এ সিদ্দিকী স্মৃতি সংসদ টসে জিতে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৬টি উইকেট হারিয়ে ১৫৫ রান করে। দলের বিপ্রজিত ৫৩ রান করে। জবাবে শহীদ কাজল খোকন স্মৃতি সংসদ ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৯টি উইকেট হারিয়ে ৮৩ রান করে। ফলে ডাঃ কিউ.এ সিদ্দিকী স্মৃতি সংসদ ৭২ রানে জয়লাভ করে।

২য় খেলা তুফান স্পোর্টিং ক্লাব বনাম বঙ্গমাতা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় তুফান স্পোর্টিং ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ২০ওভারে ৯টি উইকেট হারিয়ে ১০৬ রান করে। জবাবে বঙ্গমাতা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ১৪ ওভারে ১টি উইকেট হারিয়ে ১০৯ রান করে। ফলে বঙ্গমাতা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ৯ উইকেট জয়লাভ করে।

প্রেস রিলিজ