
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চায়না বাংলার পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে চায়না বাংলা ২য় বিভাগ ক্রিকেট-২০১৮ এর ২য় পর্বের আজকের ১ম খেলা রফিকুল ইসলাম ওদুদ স্পোর্টিং ক্লাব বনাম পালতিবাগান স্পোর্টিং ক্লাব এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় রফিকুল ইসলাম ওদুদ স্পোর্টিং ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬টি উইকেট ১১৬ রান করে। জবাবে পালতিবাগান স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে ৯টি উইকেট হারিয়ে ১১৮ রান করে। ফলে পালতিবাগান স্পোর্টিং ক্লাব ১উইকেটে জয়লাভ করে।
২য় খেলা শ্যামনগর ক্রিকেট এসোসিয়েশণ বনাম সিটি ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় শ্যামনগর ক্রিকেট এসোসিয়েশন টসে জিতে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩০ রান করে। জবাবে সিটি ক্লাব ১৯.৩ ওভারে ৪টি উইকেট হারিয়ে ১৩১ রান করে। ফলে সিটি ক্লাব ৬ উইকেটে জয়লাভ করে।
প্রেস রিলিজ