
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চায়না বাংলার পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে চায়না বাংলা ২য় বিভাগ ক্রিকেট-২০১৮ এর ৩য় পর্বের আজকের ১ম খেলা শাহ স্পোর্টিং ক্লাব বনাম থানাঘাটা সোনালী সংঘ এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলা শাহ স্পোর্টিং ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০২ রান করে। জবাবে থানাঘাটা সোনালী সংঘ ১৮.১ ওভারে ০৬টি উইকেট হারিয়ে ১০৪ রান করে। ফলে থানাঘাটা সোনালী সংঘ ০৪ উইকেটে জয়লাভ করে।
২য় খেলা দুর্বার সংঘ বনাম রাইজিং এরিয়ান্স ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় দুর্বার সংঘ টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে নয়টি উইকেট হারিয়ে ১১৫ রান করে। জবাবে রাইজিং এরিয়ান্স ক্লাব ১০.২ ওভারে ০২টি উইকেট হারিয়ে ১১৭ রান করে। ফলে রাইজিং এরিয়ান্স ক্লাব ৮ উইকেটে জয়লাভ করে।
প্রেস রিলিজ