
চীনের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘চ্যান-হোম’
অনলাইন ডেস্ক
চীনের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘চ্যান-হোম’।
শনিবার সকালে এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে জানানো হয়, ঘূর্ণিঝড়টি শনিবার বিকেলে দেশটির সাংহাইয়ে দক্ষিণপূর্ব উপকূলে আঘাত হানে পারে।
ইতোমধ্যে উপকূলীয় অঞ্চলের আট লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। প্রায় চারশ’ ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিবিসির সাংহাই প্রতিনিধি জন সুডওর্থ জানান,’শহরে ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। প্রচণ্ড বেগে বাতাস ও বৃষ্টি হচ্ছে।’
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, প্রায় ২৯ হাজার মাছ ধরার নৌকাকে ফিরিয়ে আনা হয়েছে।
ঘূর্ণিঝড় ‘হ্যান-হম’কে আবহাওয়াবিদরা ‘সুপার টাইফুন’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত করেছেন। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, ১৯৪৯ সালে কমিউনিস্ট পার্টি ক্ষমতার আসার পর এটি হতে পারে মারাত্মক ঘূর্ণিঝড়।
ঘূর্ণিঝড় ‘চ্যান-হোম’ শুক্রবার জাপান ও তাইওয়ানে আঘাত হানে।