
অনলাইন ডেস্ক ::
চীনের দক্ষিণ-পশ্চিমের নগরী চংকিংয়ে একটি কয়লা খনিতে দুর্ঘটনায় ১৮ শ্রমিকের মৃত্যু হয়েছে। খনির ভেতর এখনও পাঁচজন আটকা রয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের।
ডিয়াওশুইডং কয়লা খনিতে শুক্রবার বিকেলে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা হঠাৎ করে অনেক বেড়ে যায়। এসময় খনির ভেতর ২৪ জন শ্রমিক আটকা পড়েন। এদের মধ্যে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এখন পর্যন্ত মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের উদ্ধারে কাজ এখনও চলছে। খনিটি প্রায় দুইমাস বন্ধ ছিল।
এর আগে গত সেপ্টেম্বরের শেষ দিকে চংকিংয়েরই সংযাও কয়লা খনিতে কার্বন মনোক্সাইড গ্যাস বেড়ে যাওয়া ভেতরে আটকা পড়ে ১৬ শ্রমিকের মৃত্যু হয়।