
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় শানঝি প্রদেশে ব্যাপক ভূমিধসে ৪৭ জন নিখোঁজ হয়েছে। শানঝি প্রদেশের শানইয়াং কাউন্টি ও এর আশপাশের এলাকায় বুধবার প্রথম প্রহরে (রাত) এ ভূমিধসের ঘটনা ঘটে।
এই এলাকায় শানঝি উঝৌ মাইনিং কোম্পানির শ্রমিকরা থাকেন। নিখোঁজ হওয়া ব্যক্তিদের মধ্যে ওই কোম্পানির খনিশ্রমিকই বেশি।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
প্রবল বৃষ্টিপাতের কারণে উদ্ধারাভিযান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। চীনে বর্ষা মৌসুমে ভূমিধস ও বন্যার ঘটনা প্রায়ই ঘটে থাকে।