
চুকনগর প্রতিনিধি ॥
চুকনগরের মাগুরাঘোনায় একটি মৎস্য ঘেরে রাতের আধারে বিষ প্রয়োগ করেছে দূর্বৃত্তরা। এতে প্রায় ২০/২২মণ সাদামাছের পোনা ও গলদা চিংড়ি মারা গেছে।
সরজমিনে গিয়ে ও ঘের মালিক সূত্রে জানাযায়,বুড়–লিয়া গ্রামের মৃত আমীর হোসেন মোড়লের পুত্র বাবু মোড়ল এবং ঘোষড়া গ্রামের আহম্মদ আলী মোড়লের পুত্র ইসমাইল মোড়ল জমির মালিকদের কাছ থেকে জমি লিচ চুক্তিপত্রের মাধ্যমে ঘোষড়া গ্রামের পশ্চিম পাশে বুঘরা বিলে মাছ চাষ করে আসছে।
বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মৎস্য ঘেরের বাসায় থাকা বাবু ঘেরের মাছ গুলো পানিতে লাফালাফি করতে দেখে ঘুম থেকে জেগে উঠে ঘেরে নেমে দেখতে পায় মাছ গুলো ছটফট করে মারা যাচ্ছে এবং পানি দিয়ে প্রচন্ড বিষ ক্রীয়ার দূর্গন্ধ বের হচ্ছে। এসময় তিনি দ্রুত লোকজন ডেকে ঘেরে অতিরিক্ত পানি দেয়ার আগেই ঘেরে থাকা প্রায় ২০/২২মণ সাদা মাছের পোনা ও গলদা চিংড়ি করে মারা গেছে। এছাড়া গত বছর আরও ২বার তাদের মৎস্য ঘেরে প্রতিহিংসামুলকভাবে বিষ দিয়ে প্রায় ২০লক্ষ টাকার ক্ষতি করা হয়েছে। এরির্পোট লেখা পর্যন্ত এ ঘটনায় ডুমুরিয়া থানায় অভিযোগের প্রস্তুতি চলছিল।